Sylhet Today 24 PRINT

সাংবাদিক মুজাক্কির হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি পরিবারের

সিলেটটুডে ডেস্ক  |  ২৫ ফেব্রুয়ারী, ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে নিহতের ভাই নুরুদ্দিন মুহাদ্দিছ বলেন, ‘গত ১৯ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে আমার ভাই কোম্পানীগঞ্জ চাপরাশিরহাট পূর্ব বাজারে আওয়ামী লীগের মিছিল ও সমাবেশে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে ঘাতকের গুলিতে আহত হয়ে বাঁচার জন্য বার বার একটি শব্দ উচ্চারিত করেছে, 'ভাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান।' কিন্তু তার আকুতির পরও কোনো পুলিশ বা রাজনৈতিক নেতাকর্মীরা তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। তার বুক ও গলা বুলেটে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাইয়ের মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মুজাক্কিরের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। খুনীদের উপযুক্ত বিচারই মুজাক্কিরের আত্মা এবং আমাদের ও দেশবাসীর মনে শান্তি দিতে পারে।’

সংবাদ সম্মেলনে মুজাক্কিরের বাবা-মাও উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.