Sylhet Today 24 PRINT

পালিয়ে বিয়ের ৩৬ বছর পর বৃদ্ধ দম্পতি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২১

ফেনীর সোনাগাজীতে ভাবীকে বিয়ে করার ঘটনায় দায়ের করা মামলায় ৩৬ বছর পর সেই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল চট্টগ্রামের আকবর শাহ থানার সিটিগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ১৯৮৫ সালে নাছির উদ্দিন (৬০) ও তার ভাই মাহবুবের রহমানের স্ত্রী পেয়ারা বেগম (৫০) পালিয়ে বিয়ে করেন। ঘটনার পর মাহবুবের রহমান বাদী হয়ে তার ভাই ও স্ত্রীর নামে প্রতারণা মামলা দায়ের করেন। একই বছরের ৫ অক্টোবর তৎকালীন আদালতে ওই দম্পতির এক বছর করে সাজার রায় হয়।

বিয়ের পর নাছির উদ্দিন ও পেয়ারা বেগম চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন।  দীর্ঘ ৩৬ বছরে তাদের সংসারে এসেছে ৪ সন্তান। এরই মধ্যে তিন ছেলের বিয়েও হয়েছে।

এর মধ্যে মাহবুবুর রহমানও আরেকটি বিয়ে করে ফেনীর ফাজিলপুর ইউনিয়নে থিতু হয়েছেন।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাছির-পেয়ারা দম্পতিকে বৃহস্পতিবার চট্টগ্রামের আকবর শাহ থানার সিটিগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নাছির সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.