Sylhet Today 24 PRINT

প্রেসক্লাবে পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০২১

রাজধানীর প্রেসক্লাবে গতকাল হয়ে যাওয়া ঘটনায় পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, গতকালও আমরা দেখলাম প্রেসক্লাবের সামনে একা একজন পুলিশকে পেয়ে কীভাবে পেটানো শুরু হয়েছিল। তা সবাই দেখেছেন। সেখানে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে।

সোমবার (১ মার্চ) রাজধানীর পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে ২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন ‘প্রেস ক্লাবে সচরাচর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢোকে না। তবে রোববার কয়েকজন বহিরাগত প্রেস ক্লাবে অবস্থান নেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। যে কোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে এটি পুলিশের একটি কৌশল। পরিস্থিতি মোকাবিলায় দুই-একজন পুলিশ সদস্য প্রেস ক্লাবের ভেতর ঢুকে যায়। চরম ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে পুলিশ।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবের নিরাপত্তা রক্ষায় বহিরাগত প্রবেশ ঠেকাতে কর্তৃপক্ষকে আরও সজাগ থাকতে হবে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে। এতে করে যেকোনও ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি এড়ানো সম্ভব। প্রেস ক্লাব তো আপনাদের, আপনারাই এর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.