Sylhet Today 24 PRINT

যেকোনো হত্যাকাণ্ডই দুঃখ জনক ঘটনা : জয়শঙ্কর

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০২১

যেকোনো হত্যাকাণ্ডই দুঃখ জনক ঘটনা বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

তিনি বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ডের পেছনে অপরাধমূলক কর্মকাণ্ড কাজ করছে। তাই ‘নো ক্রাইম, নো কিলিং’—সীমান্তে যাতে কোনো অপরাধ না ঘটে এবং কোনো হত্যার ঘটনাও না ঘটে, তা নিয়ে আমরা দুই দেশ কাজ করছি।

সীমান্ত হত্যা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এমন মন্তব্য করেন।

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগে বৃহস্পতিবার (৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারত পররাষ্ট্রমন্ত্রী  পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর নিজ নিজ দেশের পক্ষে এ বৈঠকে নেতৃত্ব দেন।

বৃহস্পতিবার সকালে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী । সন্ধ্যায় তিনি দিল্লি ফিরে যাবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসবেন। তার এ সফর নিয়ে আলোচনা করতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.