Sylhet Today 24 PRINT

আটক ৭ জেএমবির ৪ জনই পাকিস্তানি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৫

রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে আটক ৭ জনের ৪ জনই পাকিস্তানি নাগরিক। তাদের আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আটকরা হলেন- ইদ্রিস আলী, খলিলুর রহমান, সাকিল, ইকবাল, বাবুল খান, ফরমান এবং শহীদ। এদের মধ্যে ইদ্রিস আলী, খলিলুর রহমান, সাকিল ও ইকবাল পাকিস্তানি নাগরিক।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।

আটকের সময় তাদের কাছে ২৬ হাজার ৮৪১ পাকিস্তানি জাল রুপিও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে এ ৭ জনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মনিরুল ইসলাম জানান, এরা মূলত বাংলাদেশে জেএমবির কর্মকাণ্ডকে সক্রিয় করা, নতুন সদস্য সংগ্রহ করাসহ বাংলাদেশে বসাবাসরত যারা পাকিস্তানি মতাদর্শে বিশ্বাসী তাদের সঙ্গে যোগসাজশ করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেয়েছিল।

আটককৃত ৪ পাকিস্তানি নাগরিক এ দেশে জেএমবির কার্যক্রমকে সক্রিয় করার লক্ষে সম্প্রতি সময়ে বেশ কয়েকবার বাংলাদেশে যাতায়াত করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.