Sylhet Today 24 PRINT

সামাজিক ও অর্থনৈতিক দিক বিবেচনায় নারীদের অবদান অনস্বীকার্য : স্পিকার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০২১

সামাজিক ও অর্থনৈতিক দিক বিবেচনায় নারীদের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন।

তিনি বলেছেন, ‘দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। সামাজিক ও অর্থনৈতিক দিক বিবেচনায় তাদের অবদান অনস্বীকার্য। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের জন্য মূলধারায় নারীদের সম্পৃক্ততা জরুরি। পরিবার সামলানোর পাশাপাশি কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রতিনিয়ত প্রমাণ করছেন নারীরা।’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার (৭ মার্চ) সাংবাদিকদের সাথে কথোপকতনকালে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘বাংলাদেশ নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমানে সংসদে ৭৩ জন নারী সংসদ সদস্য। এর মধ্যে ২৩ জন নির্বাচিত নারী সংসদ সদস্য। সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা, স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদে নারীরা সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।’

শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, ‘স্বাধীনতার পর ৫০ বছরের পথপরিক্রমায় আমাদের অনেক কিছু অর্জন হয়েছে। বিশ্বে বর্তমানে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে রোল মডেল।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.