Sylhet Today 24 PRINT

ঢাকায় ব্যবসায়ীকে ‘গুলি করে হত্যা’, গ্রেপ্তার ৬

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মার্চ, ২০২১

রাজধানীর দক্ষিণখানের আইনুশবাগ চাঁদনগর এলাকায় আব্দুর রশিদ (৩৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় রশিদ নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হান্নানসহ ছয়জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি পূর্বশত্রুতার কারণে ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখান আইনুশবাগ এলাকায় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের বাসার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর উত্তেজিত জনতা হান্নানের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

এ বিষয়ে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, দক্ষিণখানে জাপানি হান্নানের বাসার সামনে আব্দুর রশিদ গুলিতে আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.