Sylhet Today 24 PRINT

আজ থেকে নগরে বাস চলবে

সিলেটটুডে ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসের মহামারী নিয়ন্ত্রণে সারা দেশে লকডাউন চলছে। বন্ধ রয়েছে গণপরিবহন। তবে বুধবার থেকে সব নগরীতে বাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু থাকবে।

আজ বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।

মঙ্গলবার বিকালে নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বুধবার সকাল ৬টা থেকে এটা শুরু হবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সকল সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু থাকবে।

“তবে শহরের বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ করতে পারবে না, এবং বের হতে পারবে না।

কাদের বলেন, ‘প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সার্ভিস চালু থাকবে। তবে বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ করতে পারবে না এবং বের হতে পারবে না।’

করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে সারাদেশে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে অনেক মানুষই লকডাউন মানছেন না। ঘর থেকে বেরিয়ে এসেছেন। অনেকে লকডাউন প্রত্যাহারের দাবিতে আন্দোলনও করছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.