Sylhet Today 24 PRINT

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা: আরও ১৩ মামলা, আসামি ৪৩২০

সিলেটটুডে ডেস্ক: |  ০৭ এপ্রিল, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় আরও ১৩টি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ৪ হাজার ৩২০ জনকে আসামি করা হয়েছে। গত সোমবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত সদর মডেল থানায় এসব মামলা করা হয়। এ নিয়ে সহিংসতার ঘটনায় মোট ৪৫টি মামলা হয়। ৪৫টি মামলায় আসামি করা হয় প্রায় সাড়ে ৩৩ হাজার জনকে।


পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় ৪৫টি মামলা হয়। এর মধ্যে সদর থানায় ৪০টি, আশুগঞ্জ থানায় ২টি, সরাইল থানায় ২টি ও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা হয়। ৪৫টির মধ্যে ১১টি মামলায় ২০৯ জনের নাম উল্লেখ করা হয়। বাকি সবাই ‘অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী’। কোনো কোনো মামলায় ‘অজ্ঞাতনামা কওমি মাদ্রাসাছাত্র-শিক্ষক ও তাঁদের অনুসারী দুষ্কৃতিকারীদের’ কথা উল্লেখ করা হয়।

সদর থানা সূত্রে জানা যায়, সোমবার রাত থেকে আজ বিকেল পর্যন্ত সহিংসতার ঘটনায় ১৩টি মামলা হয়। ২৭ মার্চ বিকেলে সাড়ে পাঁচটার দিকে জেলা শহরের টি এ রোড এলাকায় মাদ্রাসাছাত্র ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় টি এ রোড এলাকার মান্নান ম্যানশনের দ্বিতীয় তলায় থাকা যমুনা টিভির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৪০-৫০ জনকে আসামি করে একটি মামলা হয়।

২৮ মার্চ হেফাজতের হরতাল পালনের সময় বেলা ১১টার দিকে শহরের মুন্সেফপাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি মামলা, একই দিন সকালে বাগানবাড়ি এলাকায় আওয়ামী লীগের এই নেতার শ্বশুরবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে আরেকটি মামলা হয়। একই দিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। একই দিন জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জন, বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১০০ থেকে ২০০ জন, সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিরাসার এলাকায় অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৭০০ থেকে ৮০০ জন, উত্তর মৌড়াইল এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৬ জনকে এজহারনামীয়সহ অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জন, দুপুর ১২টার দিকে সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গণে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জন, সকাল সাড়ে ১০টার দিকে পুরাতন কাচারি পুকুরপাড় এলাকায় বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়ার ব্যক্তিগত ল চেম্বার ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় এজহারনামীয় ১ জনসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন, সকাল সাড়ে ১০টার দিকে সরকারপাড়া এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ৩৫০ থেকে ৪০০, বেলা সাড়ে ১১টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত জেলা প্রশাসনের উন্নয়ন মেলায় হামলা ও মেলার স্টলগুলো আগুনে পোড়ানোর ঘটনায় অজ্ঞাতনামা ৩৫০ থেকে ৪০০ জন এবং জেলা পরিষদের ভেতরে থাকা ব্রাহ্মণবাড়িয়া শিশু একাডেমিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করে মামলা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আবদুর রহিম জানান, সোমবার রাত থেকে আজ বিকেল পর্যন্ত সদর থানায় মোট ১৩টি মামলা হয়েছে। এখন পর্যন্ত সদর থানায় ৪০টি মামলা হয়েছে।

প্রসঙ্গত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং ঢাকা ও চট্টগ্রামে ‘মাদ্রাসাছাত্রদের ওপর পুলিশের হামলার’ প্রতিবাদে ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনা ঘটে। এতে ১৩ জন নিহত হন বলে পুলিশ জানিয়েছে। তবে হেফাজতের দাবি, নিহতের সংখ্যা ১৫।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.