Sylhet Today 24 PRINT

গ্রেপ্তারের পর ৭ দিনের রিমান্ডে ইসলামাবাদী

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০২১

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের সমাবেশে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে।

চট্টগ্রাম থেকে রোববার রাতে গ্রেপ্তার দেখানোর পর সোমবার দুপুর সোয়া তিনটার দিকে ইসলামাবাদীকে হাজির করা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে।

সেখানে হেফাজতের এ নেতাকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। আদালত তার সাত দিনের রিমান্ড আবেদন গ্রহণ করে।

এ সময় ইসলামাবাদীর পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি জানান, রোববার রাতে ইসলামাবাদীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হয়। সোমবার মতিঝিল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

এর আগে ইসলামাবাদীর খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে দাবি করেছিল তার পরিবার।

ইসলামাবাদীর ছোট ভাই মুহাম্মদ ইরফানুল হক জানান, হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের বৈঠক শেষে মাগরিবের নামাজ পড়ে তার ভাই চট্টগ্রামের চকবাজারের বাসার উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে তার যোগাযোগ হয়। তিনি (ইসলামাবাদী) জানান, বাসার দিকে রওনা হয়েছেন। তার সঙ্গে একজন সফরসঙ্গী আছেন।

এরপর রাত আটটার দিকে কল দিলে ইসলামাবাদীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সারা রাত ফোনটি বন্ধ ছিল।

ইরফানুল হক আরও জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পায়নি পরিবার। সোমবার ভোররাত চারটা থেকে তার ফোন অন হলেও কেউ কল ধরছিল না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.