Sylhet Today 24 PRINT

ছাত্র অধিকারের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আখতার গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক: |  ১৪ এপ্রিল, ২০২১

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

রাতে গোয়েন্দা পুলিশ জানায়, তারা আখতারকে একটি মামলায় গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় তাকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে তুলে নেওয়া হলেও শাহবাগ থানা পুলিশ তখন অস্বীকার করেছিল।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ‘সম্প্রতি মতিঝিলে ছাত্র অধিকার পরিষদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সংগঠনের নেতা আখতার ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিলেন।

সন্ধ্যা ৭টার দিকে আইন অনুষদের সামনে থেকে পুলিশ আখতারকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার সঙ্গে থাকা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

তিনি বলেন, ‘রমজান উপলক্ষে আমরা সংগঠনের পক্ষ থেকে বিকেলে টিএসসিতে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করি। বিতরণ শেষে মধুর ক্যান্টিন থেকে আইন অনুষদের সামনে গেলে সেখানে কয়েকজন আখতারকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায়। শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রইস উদ্দিন সেখানে ছিলেন।’

এ বিষয়ে জানতে উপ পরিদর্শক (এসআই) রইস উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

আখতারকে আটক করা হয়েছে কি না- জানতে চাইলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার তখন বলেছিলেন, ‘আমরা এই নামে কাউকে আটক করিন’

সূত্র: বিডিনিউজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.