Sylhet Today 24 PRINT

বনানীতে সমাহিত হবেন কবরী

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০২১

বরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরীকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে। এর আগে বাদ যোহর সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে তার ছেলে শাকের ওসমান চিশতি বলেন, ‘মরদেহ সোয়া ১২টায় আধাঘণ্টার জন্য নেয়া হবে গুলশানের বাসায়। সেখান থেকে মরদেহ জানাজার জন্য নেয়া হবে বনানী কবরস্থানে। এরপর গার্ড অফ অনার শেষে বাদ জোহর সেখানেই হবে দাফন।’

শনিবার প্রথম প্রহরে রাত ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান করোনাভাইরাসে আক্রান্ত কবরী। তার বয়স হয়েছিল ৭০ বছর।

করোনায় আক্রান্ত হওয়ার পর গত ৫ এপ্রিল থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন কবরী। দুইদিন পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

তবে কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ পাওয়া না যাওয়ায় পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। সেখানেই মৃত্যু হয়।

কবরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।

কিংবদন্তি এই অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় তিনি বলেছেন, ‘কবরী রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবেন। এদেশের চলচ্চিত্রে কবরী এক উজ্বল নক্ষত্র। অভিনয় গুণে তিনি দর্শক হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন।’

কবরীর মৃত্যুতে শোক জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘কবরী ছিলেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলা চলচ্চিত্রের বিকাশে তার অবদান মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.