Sylhet Today 24 PRINT

আরমানিটোলার আগুনে আরও একজনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০২১

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনের আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দিয়ে দাঁড়ালো পাঁচজনে।

রোববার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শাফায়াত (৩৫) নামের ওই ব্যক্তি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন বলেন, শাফায়াতের শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল। তবে তার শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সামন্ত লাল জানান, আরমানিটোলার অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো ১৯ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে তিনজন আইসিইউতে আছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘটনায় ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.