Sylhet Today 24 PRINT

লাইফ সাপোর্টে কবি হাবীবুল্লাহ সিরাজী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ এপ্রিল, ২০২১

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী লাইফ সাপোর্টে। ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন আছেন তিনি।

বাংলা একাডেমির সচিব এএইচ এম লোকমান এ তথ্য নিশ্চিত করে জানান, হাবীবুল্লাহ সিরাজীর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে৷ মঙ্গলবার রাতে তার অপারেশন হওয়ার কথা রয়েছে।

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, সম্প্রতি হাবীবুল্লাহ সিরাজীর কোলন ক্যান্সার ধরা পরে। এছাড়া তার কার্ডিয়াক সমস্যাও রয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে তাকে একদফা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে যান তিনি। সোমবার (২৬ এপ্রিল) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে ২৭ ফেব্রুয়ারি তার হার্টে রিং পরানো হয়।

২০১৮ সালের ডিসেম্বরে বাংলা একাডেমির মহাপরিচালক হন কবি হাবীবুল্লাহ সিরাজী৷ আশির দশকে জাতীয় কবিতা পরিষদ গঠনে ভূমিকা রাখা হাবিবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদক পান। এর আগে ১৯৯১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.