Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে তেলের জাহাজে আগুন, নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০২১

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি বেসরকারি জেটিতে তেল খালাসের সময় জ্বালানি পণ্য পরিবহনকারী জাহাজে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে নদীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোকেমিক্যালের জেটিতে ‘এমটি ইরাবতী-১’ নামের ট্যাংকারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, সকালে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুর্ঘটনার পর দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুজনকে জীবিত উদ্ধার ও আরেকজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে গ্যাসের উপজাত হিসেবে পাওয়া তরল জ্বালানি কনডেনসেট খালাসের সময় হঠাৎ  ট্যাংকারে ইঞ্জিনকক্ষে বিকট শব্দে বিস্ফোরণ হয়। তারপরই আগুন ধরে যায়। বন্দরের একটি ও নৌবাহিনীর দুটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে ছুটে যায়। এ ছাড়া কোরিয়ান ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.