Sylhet Today 24 PRINT

মানুষের ঢল ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন

সিলেটটুডে ডেস্ক: |  ০৮ মে, ২০২১

ঈদে ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে ফেরিঘাটে রোববার মাঠে নামছে বিজিবি।

শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে জানান, মূলত জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাওয়ার গুরুত্বপূর্ণ দুটি ফেরিঘাট মাওয়া ও পাটুরিয়ায় বিজিবি মোতায়েন থাকবে।

বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান শনিবার রাতে গণমাধ্যমকে বলেন, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা প্রশাসনকে সহযোগিতায় শনিবার সন্ধ্যা থেকেই প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার আরও বিজিবি মোতায়েন হবে।

এদিকে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদে গৌন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে পুলিশের পাশাপাশি অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরিচা বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, শনিবার সন্ধ্যার পর থেকে যাত্রীদের চাপ আরও বেড়ে গেছে। বর্তমানে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.