Sylhet Today 24 PRINT

হেফাজতের তাণ্ডব: জামায়াত নেতা শাহজাহান চৌধুরী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মে, ২০২১

সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মে) সকালে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৬ ও ২৭ মার্চ হাটহাজারীতে হেফাজতের সহিংসতায় ইন্ধন দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় তার বাড়ি থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।’

জানা যায়, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির শাহজাহান চৌধুরী দলটির কেন্দ্রীয় শুরা সদস্য। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি ছিলেন তিনি।

বিভিন্ন সময়ে নাশকতা-সহিংসতার প্রায় ২০টি মামলা রয়েছে এই জামায়াত নেতার বিরুদ্ধে। এর আগে ২০১৮ সালে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনে ‘উসকানি’ দেওয়ার অভিযোগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.