Sylhet Today 24 PRINT

ছুটি কাটিয়ে সচল হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মে, ২০২১

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চার দিন বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পণ্য রফতানি কার্যক্রম। সোমবার (১৭ মে) সকাল থেকে দেশের অন্যতম বৃহৎ এ বন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি পুনরায় শুরু হয়।

প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে কয়েক লাখ মার্কিন ডলার মূল্যের মাছ, রড, সিমেন্ট, কয়লা, ভোজ্যতেল, তুলা ও ফলমূলসহ বিভিন্ন পণ্য রফতানি হয় ভারতে। রফতানি করা এসব পণ্য দেশটির উত্তর-পূর্ব রাজ্যগুলোতে সরবরাহ করা হয়। রফতানির বিপরীতে ভারত থেকে পণ্য আমদানি না হওয়ায় আখাউড়া স্থলবন্দরটিকে শতভাগ রফতানিমুখী বন্দর হিসেবে ধরা হয়ে থাকে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষে আমদানি-রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে গত ১৩ থেকে ১৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করে। ছুটি শেষে সোমবার সকাল থেকে যথারীতি পণ্য রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে মাছসহ বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক ভারতে প্রবেশ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.