Sylhet Today 24 PRINT

ইতালিয় নাগরিক পিয়েরো সাঁওতালদের চিকিৎসা সেবা দিতেন

নিউজ ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৫

বুধবার দিনাজপুরে দুর্বৃত্তের গুলিতে আহত ইতালিয়ান নাগরিক পিয়েরো পারোলারি  প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশে বাস করছেন। তার পরিচিতরা বলছেন বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে তিনি বাস করছেন প্রায় ১০ বছর ধরে।

বর্তমানে পিয়েরো পারোলারি দিনাজপুর শুইহারি নাভারা ক্যাথলিক মিশনে কাজ করছিলেন।

দিনাজপুরের স্থানীয় সাংবাদিক আসাদুল্লাহ সরকার  জানিয়েছেন পারোলারি দিনাজপুরে বসবাস করছেন ২০০৭ সাল থেকে।

তিনি জানিয়েছেন পঞ্চাশোর্দ্ধ এই ইতালীয় নাগরিক খুবই সাধারণ জীবন-যাপন করতেন।  পেশায় চিকিৎসক পিয়েরো খুব নিরিবিলি জীবন-যাপন করতেন, সাধারণ মানুষের সাথে তার তেমন একটা সখ্যতা ছিল না তাঁর। জানিয়েছে পুলিশ।

দিনাজপুর এলাকায় আর্থিকভাবে অসচ্ছল সাঁওতাল জনগোষ্ঠিকে চিকিৎসা সেবা দিতেন তিনি।

 দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক তরুণকান্তি হালদার বলেন, ঃযারা যক্ষ্মা রোগ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তারা যাতে সঠিক চিকিৎসা পান সে ব্যাপারে তিনি হাসপাতাল এবং সরকারি সেবা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করতেন।"

তবে তিনি ডিগ্রিধারী কোন চিকিৎসক ছিলেন না বলে জানিয়েছেন হালদার।

এদিকে আহত পিয়েরোকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সূত্র: বিবিসি বাংলা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.