Sylhet Today 24 PRINT

কনডেমড সেলে সাকা-মুজাহিদ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৫

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই শীর্ষ যুদ্ধাপরাধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে রাখা হয়েছে।

তবে রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের সংক্ষিপ্ত আদেশ এখনো কারাগারে পৌঁছায়নি।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) গোলাম হায়দার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

মুজাহিদ আগে থেকেই কেন্দ্রীয় কারাগারে ছিলেন। আর বুধবার সালাউদ্দিন কাদের চৌধুরীকে কাশিমপুর কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাদের কনডেমড সেলে রাখা হয়েছে।

এই দুই আসামির করা রায় পুনর্বিবেচনার দুটি পৃথক আবেদন বুধবার আপিল বিভাগ খারিজ করে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আপিলের রায় বহাল রাখেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আপিল খারিজ হওয়ায় রায় কার্যকর হওয়া এখন সময়ের ব্যাপার।

তিনি বলেন, সংক্ষিপ্ত আদেশের কপি কারাগারে পৌঁছানোর পর ফাঁসির দণ্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, এর আগে অবশ্য দুই আসামিই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.