Sylhet Today 24 PRINT

লকডাউনের চতুর্থ দিনে গ্রেপ্তার ৬১৮

সিলেটটুডে ডেস্ক: |  ০৪ জুলাই, ২০২১

ছবি: দেশ রূপান্তর।

কঠোর লকডাউনের চতুর্থ দিনে রোববার সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়ার অভিযোগে ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬১ জনকে ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।  

রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই গ্রেপ্তার ও জরিমানা করা হয় বলে জানান তিনি।

এডিসি ইফতেখারুল ইসলাম বলেন, লকডাউনের চতুর্থ দিনে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগ- রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৪৯৬টি গাড়ির জরিমানা করা হয়েছে ১২ লাখ ৮১ হাজার টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.