Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার থেকে ফের শুরু গণটিকার রেজিস্ট্রেশন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুলাই, ২০২১

বৃহস্পতিবার থেকে ফের ভ্যাকসিনের জন্য সবাই রেজিস্ট্রেশন করতে পারবেন। সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন এ তথ্য জানান।

রোবেদ আমিন বলেন, ‘আগামী বৃহস্পতিবার নাগাদ রেজিস্ট্রেশন শুরু হবে।’  

শুরুতে শুধু ফ্রন্টলাইনার্স ও ৪০ বছর বয়সীরা ভ্যাকসিন নিতে পারলেও এবার বয়স সীমা ৩৫ করা হতে পারে বলে জানা গেছে।

এর আগে ভ্যাকসিন সংকটের কারণে এপ্রিলের শেষ সপ্তাহে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত ভ্যাকসিন পেতে রেজিস্ট্রেশন করেছে ৭২,৮০,১৩১ জন। এর মধ্যে দুই ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পেয়েছে ৪২,৯০,৯৬৪ জন।

আর শুধু প্রথম ডোজ পেয়েছে ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন।

সিনোফার্মের ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে ৭১ হাজার ৮ ও দুই ডোজ পেয়েছে ২ হাজার ২৩৭ জন। এছাড়া ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে ১ হাজার ৮৬৬ জন।

উল্লেখ্য, দেশে সিনোফার্ম ও ফাইজারের ভ্যাকসিন আসার পর আবারও গণটিকাদান কর্মসূচি শুরু হযেছে। তবে এখন পর্যন্ত শুধু মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারছে।

আগামী বৃহস্পতিবার থেকে আবারও সব শ্রেণি পেশার সাধারণ মানুষ রেজিস্ট্রেশন করতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.