Sylhet Today 24 PRINT

মুজাহিদ-সাকার ফাঁসি: ২য় দিনের মতো প্রশিক্ষণ নিলেন সাত জল্লাদ

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর ফাঁসি কার্যকরে সাত জল্লাদকে দ্বিতীয়দিনের মতো প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে দ্বিতীয় দিনের মতো তাদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি বিশেষ সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। 

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) তাদের ফাঁসি কার্যকরের প্রশিক্ষণ দেওয়া হয়। 

কারা সূত্র আরও জানায়, দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরে মোট সাতজন জল্লাদ অংশ নেবেন। ওই সাতজন হলেন জল্লাদ আবুল, হজরত, মাসুদ, ইকবাল, রাজু, শাহজাহান ও মুক্তার। 

এই সাতজন জল্লাদ ফাঁসি কার্যকর থেকে শুরু করে তার আগে মঞ্চে নিয়ে যাওয়া, মরদেহ ওঠানোর মতো সব কাজ করবেন বলেও জানায় কারা সূত্রটি। 

কারা সূত্র থেকে আরও জানা গেছে, ফাঁসি কার্যকরে অংশগ্রহণকারী জল্লাদরা দণ্ডপ্রাপ্ত কয়েদি। 

উল্লেখ্য,২০১৩ সালের ১২ ডিসেম্বর প্রথম যুদ্ধাপরাধী হিসেবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরে জল্লাদের ভূমিকা পালন করেন শাজাহান। আর ২০১৫ সালের ১১ এপ্রিল অপর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরে সময় রাজু ছিলেন জল্লাদের ভূমিকায়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.