Sylhet Today 24 PRINT

নরসিংদীতে কাভার্ড ভ্যান ও লেগুনার সংঘর্ষে নিহত ৬

সিলেটটুডে ডেস্ক: |  ১৬ জুলাই, ২০২১

নরসিংদীতে কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ লেগুনার ৬ যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ৬ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের পাঁচদোনার ভাটপাড়া চাকশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের ৬ জনের মধ্যে চার জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা পুলিশ।

তারা হলেন-গাজীপুরের কালিগঞ্জ এলাকার মোজাফফর মিয়ার ছেলে চান মিয়া (৫৫), নেত্রকোনা জেলার আমান মিয়া (২৩), সুনামগঞ্জ জেলার আল আমিন মিয়া (২৩) ও নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর এলাকার হাফিজ উল্লাহ (৪৫)।

বাকি দুইজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানান, ঘোড়াশাল থেকে একটি লেগুনা ১১ জন যাত্রী নিয়ে পাঁচদোনার দিকে যাচ্ছিল। এসময় ভাটপাড়া চাকশাল এলাকায় বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

স্থানীয়রা আহত আরও ৯ যাত্রীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠালে সেখানে আরও ৪ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেলেও বাকি দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মরদেহগুলো নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইনামুল হক সাগর বলেন, ‘অসতর্কতামূলক গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.