Sylhet Today 24 PRINT

৬৬ দিন পর ‘ফিরোজায়’ বেগম জিয়া

নিউজ ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৫

ফাইল ছবি

দীর্ঘ দুই মাস পাঁচ দিন যুক্তরাজ্য সফরের পর বাসভবনে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি নিজের গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছান।

এর আগে বিকেল ৫টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। সেখানকার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৫টা ৩০ মিনিটে খালেদা জিয়া গুশলানের ২ নং সেক্টরের ৭৯ নং সড়কের বাসা ‘ফিরোজা’র  উদ্দেশে রওয়ানা হন।
 
এদিকে, দলের চেয়ারপারসনকে অর্ভথনা জানাতে আসা নেতাকর্মীরা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে না পেরে সড়কে অবস্থান নেন। সন্ধ্যা সাড়ে ৫টায় বিমানবন্দর থেকে বেরিয়ে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করতে করতে বাসার দিকে এগোন খালেদা জিয়া। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়ির বহর ঘিরে স্লোগান দেন এবং ব্যানার, ফেস্টুন, পোস্টার প্রদর্শন করেন।

হাজারো নেতাকর্মীর ভিড় ঠেলে গুলশানের বাসায় পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায় বিএনপি প্রধানের। 

অন্যদিকে, দুই মাসের অধিক সময় পর দেশে ফেরা  দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

তবে নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানের কারণে বিমানবন্দরের ভেতরে ঢুকতে পারেননি কেউ। তারা অবস্থান করছিলেন বিমানবন্দরের প্রধান ফটকে। এছাড়া, বিমানবন্দরের প্রধান ফটক থেকে সামনের দিকে রাস্তার দু’পাশে অপেক্ষা করছিলেন বিএনপির শত শত নেতাকর্মী। খালেদার গাড়িবহর বিমানবন্দর থেকে বের হতেই নেতাকর্মীদের ভিড়ে মিশে যায়। নেতাকর্মীদের ভিড় ঠেলেই গুলশানের বাসায় পৌঁছান বিএনপি প্রধান।

গত ১৫ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে লন্ডনে যান খালেদা জিয়া। দু’চোখ ও হাঁটুর চিকিৎসার জন্য তিনি এ সফরে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.