Sylhet Today 24 PRINT

সাকা-মুজাহিদের পরিবারকে দেখা করতে ডেকেছে কারা কর্তৃপক্ষ

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৫

রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রাণভিক্ষার আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এবার ক্ষণ গণনা শুরু হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের পরিবারকে দেখা করতে ডেকেছে কারা কর্তৃপক্ষ। এটার এ দুই যুদ্ধাপরাধীর সঙ্গে তাদের পরিবারের শেষ দেখা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের কাছে এই তথ্য আসে। কারা ফটকে জোরদার নিরাপত্তার মধ্যে এই খবরে এক ধরনের প্রস্তুতির ইঙ্গিত আসে।

সালাউদ্দিন কাদেরের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফে সানী বলেন, পরিবারের সদস্যদের দেখা করতে কারাগার থেকে বলা হয়েছে।

দুপুরে নিজেদের অপরাধের জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাকা চৌধুরী ও মুজাহিদ।

কার্যত এরমধ্যে দিয়ে তারা নিজেদের অপরাধের দায় স্বীকার করে নিলেন, যদিও বিচারকালে তারা বলে আসছিলেন এই প্রসিকিউশনের আনা অভিযোগে সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই।

মানবতাবিরোধী অপরাধে এরআগে দুই জামায়াত নেতা কাদের মোল্লা ও কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তারা কেউই রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.