Sylhet Today 24 PRINT

ফাঁস হওয়া অডিওর কণ্ঠ আমার নয়: ভিকারুননিসার অধ্যক্ষ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০২১

ফেসবুকে ফাঁস হওয়া একটি মোবাইল ফোনালাপ নিয়ে তোলপাড় চলছে। বলা হচ্ছে, নারী কণ্ঠটি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের আর পুরুষ কণ্ঠটি অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপুর।

‘নাসির’ নামে যাকে উদ্দেশ করে আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করা হচ্ছিল, তিনি পরিচালনা পর্ষদে মাধ্যমিক স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি সিদ্দিকী নাসির উদ্দিন।

তবে অধ্যক্ষ বলেছেন, এটি তার কণ্ঠ নয়, ‘সুপার এডিট’ করে এটি ছাড়া হয়েছে।

ফেসবুকে ফাঁস হওয়া কল রেকর্ডে যে নারীকণ্ঠকে ভিকারুননিসার অধ্যক্ষ বলা হচ্ছে, তাকে অকথ্য ভাষায় গালাগাল করতে শোনা যায়। এমনও বলতে শোনা যায়, তিনি একজনকে বিবস্ত্র করে পেটানোর ইচ্ছার কথা বলছেন। এমনও বলেছেন, তিনি অস্ত্র সঙ্গে নিয়ে ঘুমান। আর তিনি রাজনীতি করে এসেছেন, তিনি ভদ্র কেউ নন।

তবে অধ্যক্ষ কামরুন নাহার দাবি করেছেন, ওটা তার কণ্ঠ নয়। তাহলে হুবহু মিল কেন?- এমন প্রশ্নে তিনি বলেন, ‘ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধিরা ও অভিভাবক ফোরাম এই দুই গ্রুপ এক হয়ে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে, যার প্রতিফলনই এই অডিও ক্লিপ। এটি সুপার এডিট করা।’

তিনি বলেন, ‘ঢাকা শিক্ষা বোর্ড তদন্ত কমিটি গঠন করার পর থেকেই তারা আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।’

তবে অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সুজন অধ্যক্ষের এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘অডিও ক্লিপ ফাঁস হওয়াতে অধ্যক্ষ এখন এসব কথা বলছেন।’

কলেজ শাখার অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান খোকন বলেন, ‘ষড়যন্ত্র যদি করে থাকি, তাহলে ওনার কমপ্লেন করার জন্য জায়গা আছে। সেটার প্রতিদান কি একজন অধ্যক্ষের মুখের এমন ভাষা? সম্পর্ক খারাপের সঙ্গে এমন মুখের ভাষার কী সম্পর্ক, বলেন?’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.