Sylhet Today 24 PRINT

রাতেই ফাঁসি

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৫

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি রাতেই কার্যকর করা হবে।

এর আগে তাদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করে দিয়েছেন।

তবে কখন ফাঁসি কার্যকর হবে এ নিয়ে পরিস্কার সময় বলেনি কারাগারের কোন সূত্র কিংবা দায়িত্বশীল কেউ।

প্রথমে সাকা চৌধুরী ও পরে মুজাহিদের ফাঁসি কার্যকর করা হবে বলে জানা গেছে। দুই যুদ্ধাপরাধীর পরিবারের সদস্যরা শেষবারের সাথে সাকা ও মুজাহিদের সাথে সাক্ষাত করেছেন।

এর আগে প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছ থেকে সচিবালয়ে নেয়া হয়। শনিবার রাত সাড়ে ৯টায় আদেশ নিয়ে মন্ত্রণালয়ে আনা হয়।

এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের সরকারি বাসভবন বঙ্গভবনের ওই আবেদন নিয়ে যান আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আবেদনটি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয় থেকে আইনমন্ত্রীর মত নেয়ার জন্য গুলশানে তার বাসভবনে নেয়া হয়।

সেখানে আইনমন্ত্রী বলেন, আমি আমরা মতামত দিয়েছি। এখন বাকিটা রাষ্ট্রপতির ব্যাপার।

সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হলে এটা হবে যুদ্ধাপরাধের অভিযোগে তৃতীয় ও চতুর্থ রায় কার্যকর। এর আগে ২০১৩ সালে কাদের মোল্লা এবং এ বছর কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.