Sylhet Today 24 PRINT

৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ হতে পারে বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০২১

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ফল প্রকাশ করা হতে পারে বৃহস্পতিবার (২৯ জুলাই)। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।

বুধবার (২৮ জুলাই) তিনি বলেন, মন্ত্রীপরিষদ থেকে বিশেষ অনুমোদন নিয়ে পিএসসির সব কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে তা প্রকাশ করা হতে পারে।

তিনি বলেন, বর্তমান জরুরি অবস্থায় বিশেষ নিয়োগ কার্যক্রমগুলো অগ্রাধিকার দিয়ে শেষ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে চিকিৎসক ও নার্স নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। চলতি বছরের ১৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসনে ৩২৩ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৬৪২ জন; প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনকে নিয়োগ দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.