Sylhet Today 24 PRINT

আরও ৩০ লাখ ডোজ চীনের টিকা আসছে রাতে

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০২১

চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ৩০ লাখ ডোজ টিকা রাতে ঢাকায় আসছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুটি পৃথক ফ্লাইটে ১৫ লাখ করে টিকার চালান ঢাকায় পৌঁছাবে।

এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর ড. শামসুল হক। তিনি জানান, পৃথক দুটি ফ্লাইটে মোট ৩০ লাখ ডোজ টিকা আসবে। প্রথম ফ্লাইটটি টিকা নিয়ে রাত ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অন্য ফ্লাইটটি রাত ৩টায় পৌঁছাবে।

সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা করোনা টিকার প্রথম চালান ১০ লাখ ডোজ আসে গত ২ জুলাই। এর পরদিন আরও ১০ লাখ ডোজ টিকা আসে। সর্বশেষ গত ১৭ জুলাই রাতে দুই চালানে আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। এ নিয়ে সিনোফার্মের মোট ৪০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। আজ ৩০ লাখ এলে মোট ৭০ লাখ টিকা পেয়ে যাবে বাংলাদেশ।

চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

এর আগে গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসেব বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ টিকা উপহার হিসেবে পাঠায়। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.