Sylhet Today 24 PRINT

৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০২১

প্রকাশ করা হয়েছে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল। রোববার (১ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত এই ফলে পাস করেছেন ২১ হাজার ৫৬ জন।

পিএসসির ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এসএমএসে ফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৪১ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

ফল দেখতে এখানে ক্লিক করুন

পরীক্ষার দীর্ঘ চার মাস পর ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হলো। এর আগে, ফল প্রকাশে কয়েক দফা জোর প্রস্তুতিও নিয়েছিল পিএসসি। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় তা সম্ভব হয়নি। জানা যায়, আজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হয়।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে দুই হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। এতে জমা পড়ে মোট চার লাখ ৭৫ হাজার আবেদন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.