Sylhet Today 24 PRINT

বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৩৪৫ জন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক: |  ০২ আগস্ট, ২০২১

রাজধানীর বিভিন্ন জায়গায় কঠোর লকডাউনের সময় বিধিনিষেধ অমান্য করে ঘোরাফেরা করার অভিযোগে ৩৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফখাতেখারুল ইসলাম।

সোমবার (২ আগস্ট) বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ইফখাতেখারুল ইসলাম বলেন, ‘বিধিনিষেধ অমান্য করে এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ১৩৫ জনকে ১ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট শুক্রবার সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত গার্মেন্টসসহ সব ধরনের শিল্পকারখানা বন্ধ রেখে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.