Sylhet Today 24 PRINT

হাসপাতালে আরও ২৬৪ জন নতুন ডেঙ্গু রোগী

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০২১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল চলতি বছরের একদিনে সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মঙ্গলবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়ে বলছে, নতুন ২৬৪ রোগীর মধ্যে মাত্র ১৬ জন ঢাকার বাইরের এবং বাকিরা সকলেই ঢাকার।

এ নিয়ে চলতি বছর মোট তিন হাজার ৪৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরের আছেন ১১৮ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ৪৪৬ জনের মধ্যে চলতি মাসের তিন দিনেই সারা দেশে মোট ৭৮৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

জুলাই মাসে দুই হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

বর্তমানে এক হাজার ৭২ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৪৭ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.