Sylhet Today 24 PRINT

১৫ বছর ধরে পালিয়ে ছিলেন তিনি

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৪ সেপ্টেম্বর, ২০২১

মামলা হওয়ার পর ১৫ বছর ধরে পালিয়ে থাকা ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশ।

পুলিশ বলছে, নাম ঠিকানা বদলে ভূয়া জাতীয় পরিচয় পত্র (এনআইডি কার্ড) তৈরি করে এতোদিন পালিয়ে ছিলেন তিনি।
 
গ্রেপ্তার হওয়া আতিক আহমদ উপজেলার বাঘা ইউনিয়নের খালপার গ্রামের বাসিন্দা। একই এলাকার এক শিশুকে হত্যার দায়ে ২০০৯ সালে মে মাসে তাকে মৃত্যুদন্ড প্রদান করেন আদালত। এরআগে ২০০৬ সালে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

গোলাপগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকান্ডের পর থেকেই পালিয়ে ছিলেন আতিক। তাকে ছাড়াই শুরু হয় মামলার বিচার কার্যক্রম। আসামিকে পলাতক রেখে রায়ও ঘোষিত হয়।
 
গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ফয়জুল করিম সাজাপ্রাপ্ত এই আসামি নাম ঠিকানা ও বাবার নাম পরিবর্তন করে একটি ভূয়া এনআইডি কার্ড তৈরি করেছিলো। যাতে মামাকে সে বাবা বানিয়ে ছিলো। ভূয়া এনআইডি কার্ড বানিয়ে প্রতারণার কারণে তাকে এতোদিন গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তবে গোপন সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়ে সোমবার রাতে তাকে আমরা গ্রেপ্তার করি। এরপর  মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.