Sylhet Today 24 PRINT

বাংলাদেশের ভিসা পেলেন মমতা, আসছেন ১৯ ফেব্রুয়ারি

বাংলাদেশের ভিসা পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

সিলেট টুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৫


বাংলাদেশের ভিসা পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মুখ্যমন্ত্রী হওয়ার পর আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকায় আসছেন তিনি।ওই সফরে তার সঙ্গী হচ্ছেন কলকাতার বিশিষ্ট সংগীত শিল্পী ও অভিনেতা-অভিনেত্রীরা। রাজনীতিবিদসহ সরকারি কর্মকর্তা তো আছেনই।
সূত্র জানায়, ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি তিনদিনের বাংলাদেশ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন ৩৭ সদস্যের প্রতিনিধি দল।মঙ্গলবার পর্যন্ত মুখ্যমন্ত্রীসহ প্রশাসনিক ভবন নবান্নের আরও চার কর্মকর্তার ভিসা দিয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন।  
সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন মমতা।এছাড়া ২১শে ফেব্রুয়ারির মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশ সফরের কথা থাকলেও শেষ পর্যন্ত সে সফর বাতিল করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.