Sylhet Today 24 PRINT

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত ১৩ স্কুল শিক্ষার্থী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০২১

ঠাকুরগাঁওয়ে ১৩ শিশু শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পাঁচজন সদর উপজেলার জগন্নাথপুর ইউপির বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী। বাকি আটজন ঠাকুরগাঁও সরকারি বালিকা শিশু সদন পরিবারের সদস্য।

জানা গেছে, বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির দুজন ও পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থীর নমুনা দেওয়া হয়। নমুনা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বুধবার থেকে ওই বিদ্যালয়ের দুই শ্রেণির ক্লাস সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা বেগম শম্পা জানান, নমুনা পরীক্ষায় দুজন ছাত্রী ও তিনজন ছাত্রের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা শিশু সদন পরিবারের আট ছাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তারা পার্শ্ববর্তী হাজিপাড়া আদর্শ হাই স্কুলের ছাত্রী। আক্রান্ত হওয়ার পর তাদের বিদ্যালয়ে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।

ঠাকুরগাঁও সরকারি বালিকা শিশু সদনের উপতত্ত্বাবধায়ক মোছা. রিক্তা বানু জানান, শিশু পরিবারের ২৫ ছাত্রীর নমুনা পরীক্ষার করা হয়। এর মধ্যে আট ছাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের আলাদা করে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.