Sylhet Today 24 PRINT

এক গরু দেখে অর্ডার করে অন্য গরু পেয়েছিলেন বাণিজ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০২১

অনলাইনে লেনদেনে নিজেও প্রতারিত হয়েছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন তাকে এক গরু দেখিয়ে আরেক গরু দিয়েছিল এক প্রতিষ্ঠান।

রোববার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ই-কমার্সে লেনদেন বিষয়ক নিজের অভিজ্ঞতার কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ‘২০২০ সালের কোরবানি ঈদের সময় অনলাইনে পশু বেচাকেনা শুরু হয়। এই সময় এ বিষয়ক কার্যক্রমের একটি উদ্বোধন অনুষ্ঠানে আমি অতিথি ছিলাম। ওই অনুষ্ঠানেই আমি একটা গরু কেনার অর্ডার করি। এটার মূল্য বাবদ এক লাখ টাকা আগাম পরিশোধও করি।’

মন্ত্রী বলেন, ‘ছয় সাত দিন পরে জানলাম, যে গরু অর্ডার করেছিলাম, সেই গরু নেই। তখন ওই অনলাইনের লোকজন দুই তিন দিন পরে বলল আপনাকে সে গরুটা দিতে পারছি না, অন্য গরু দেব। যাহোক পরে তারা আমাকে অন্য একটা গরু দিল, জানাল তার দাম ৮৭ হাজার টাকা। বাকি ১৩ হাজার টাকা বাবদ তারা আমাকে একটা খাসি দিয়ে দিল। একজন মন্ত্রী; তার এ দশা হলে, অন্যদের কী হবে।’

তবে গত কোরবানির ঈদে এমন হয়নি বলে জানিয়েছেন টিপু মুনশি।

রোববার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার ফোরাম (ইআরএফ) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এই অভিজ্ঞতার কথা কথা জানান।

‘প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইআরএফের ভূমিকা’ শীর্ষক কর্মশালা শুরুর আগে প্রতিযোগিতা কমিশন অফিসে মুজিব কর্নার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত কর্মশালায় সংস্থার সদস্য এএফএম মনজুর কাদির, জিএম সালেহ উদ্দিন, নাসরিন বেগম, উপদেষ্টা ব্যারিস্টার মাফরুহা মারফি এবং ইআরএফের সভাপতি শারমীন রিনভী ও সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলামও এতে বক্তব্য দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.