Sylhet Today 24 PRINT

সিনহা হত্যা মামলা: চতুর্থ দফার সাক্ষ্যগ্রহণ শুরু

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০২১

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় চতুর্থ দফার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার অন্যতম প্রধান আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ আসামিকে প্রিজনভ্যানে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।

এর আগে তৃতীয় দফায় তৃতীয় দিনে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। এ নিয়ে তিন দফায় মোট ১৪ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, চতুর্থ দফার প্রথম দিনে ১৫তম সাক্ষীর সাক্ষ্য শুরু হচ্ছে। চতুর্থ দফায় এবার দুইদিন সাক্ষ্যগ্রহণ ও জেরা করা হবে।

গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.