Sylhet Today 24 PRINT

কিউকমের সিইও রিপন মিয়া ২ দিনের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০২১

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) রিপন মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের (ডিবি) এসআই আ. মালেক পল্টন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রোববার (৩ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি থেকে রিপনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সম্প্রতি বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ইভ্যালি, ই-অরেঞ্জের প্রতারণার পর অফিস বন্ধের এক নোটিশে নিজেদের অফিস বন্ধ ঘোষণা করে কিউকম। পণ্য দেওয়ার নামে গ্রাহকের কোটি কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু অনেক গ্রাহককে তারা পণ্য বুঝিয়ে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

কিউকমের সন্দেহজনক লেনদেনের বিরুদ্ধে ছায়া তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.