Sylhet Today 24 PRINT

বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০২১

বান্দরবানে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) মধ্য রাতে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বাঙালি পাড়ায় এ ঘটনা ঘ‌টে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বজ্রপাতে নিহতরা হলেন, মৃত মো. ইসহা‌কের ছে‌লে মোহাম্মদ এনাম (৫০) ও মৃত মো. নবী হো‌সে‌নের ছে‌লে মো. শহিদুল ইসলাম (২২)।

ফাইতং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানিয়েছেন, রাতে মোহাম্মদ এনাম ও শহিদুল ইসলাম বাগান পাহারা দেওয়ার জন্য গাছের ওপর বানানো একটি টংঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সেখানে বজ্রপাতে তারা দুজন মারা যান।

মঙ্গলবার সকালে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ওই টংঘরে তল্লাশি করে তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে গাছের ওপর টংঘর বানিয়ে বাগান ও ফসলি জমি পাহাড়া দেয়া দেয় তারা। আর ওই টংঘরে থাকাই কাল হলো তাদের জন্য।

ওসি আলমগীর হোসেন জানিয়েছেন, খবর পে‌য়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে একই উপজেলার মেরাখোলা এলাকার হিন্দু পাড়ায় বজ্রপাতে বাসু কুমার দে নামের এক ব্যক্তির ৪টি গরু মারা গেছে। এছাড়াও আনসার ব্যাটালিয়ন দফতরে ১৩টি গাছ পুড়ে গেছে বজ্রপাতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.