Sylhet Today 24 PRINT

মন্দির-মণ্ডপে হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০২১

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে মন্দিরে-মণ্ডপে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

এ সময় তারা রাস্তার ওপর বসে পড়েন এবং ‘মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ও ‘সংখ্যালঘু মন্ত্রণালয় করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

এই অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলা মোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় ঢাবির জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা হলো এই দেশে সব ধর্মের মানুষ ধর্মপালনের ক্ষেত্রে সমানাধিকার পাবে। সবার আগে আমরা মানুষ। কিন্তু ধর্মান্ধরা আমাদের প্রতিমা ভাঙচুর করেছে। আমরা রোহিঙ্গা নই, আমরা এই দেশের নাগরিক।’

তিনি আরও বলেন, ‘আমরা ধর্মপালনের ক্ষেত্রে সমানাধিকার চাই। এসব হামলায় যারা জড়িত, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এজন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.