Sylhet Today 24 PRINT

মণ্ডপে হামলার উসকানিদাতা মাওলানা রহিম বিপ্লবী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক: |  ২১ অক্টোবর, ২০২১

কুমিল্লায় কোরআন শরীফ অবমাননার অভিযোগ তুলে পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনা দিন উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এক ইসলামী বক্তাকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

বৃহস্পতিবার ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যার চুনকুটিয়া পূর্বপাড়া (আমিনপাড়া) জামে মসজিদের সামনে থেকে আব্দুর রহিম বিপ্লবী (৩৯) নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ১৩ অক্টোবর দুর্গাপূজার মহাষ্টমীর দিন ভোরে কুমিল্লা শহরের নানুয়াদিঘির পাড়ে একটি পূজামণ্ডপে কোরআন পাওয়া যায়। পরে একদল লোক কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই পূজামণ্ডপে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনার জেরে সেদিনই চাঁদপুরের হাজীগঞ্জে কিছু মন্দিরে হামলা চালানো হয়। সহিংসতায় নিহত হয় কয়েকজন।’

সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লার ঘটনার জের ধরে চাঁদপুরে একই দিনে হামলার ঘটনা ঘটে। সেখানে কয়েকজনের মৃত্যু হয়।

“এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ইসলামী বক্তা আব্দুর রহিম বিপ্লবী ওইদিনই এক ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য রাখেন।”

কুমিল্লা ও চাঁদপুরের ঘটনায় তিনি ‘পুলিশকে দায়ী এবং দোষী’ করে ‘অপমানজনক, তুচ্ছ-তাচ্ছিল্য, অবজ্ঞা এবং উগ্র বক্তব্য’ প্রচার করেন।

তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.