Sylhet Today 24 PRINT

দূরপাল্লার ট্রেনে যাত্রীদের চাপ, ২২টি অতিরিক্ত বগি

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০২১

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দুদিন ধরে চলা পরিবহন ধর্মঘটের কারণে দূরপাল্লার যাত্রীরা ছুটছেন ট্রেন স্টেশনে। শনিবার সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীদের চাপ সামাল দিতে প্রতিটি ট্রেনেই অতিরিক্ত বগি সংযোজন করেছে রেল কর্তৃপক্ষ।

তবে অগ্রিম টিকিট বিক্রি হয়ে যাওয়ায় শনিবার যারা কমলাপুর স্টেশনে গেছেন, তাদের অধিকাংশই ট্রেনের টিকিট পায়নি। করোনা  মহামারীর কারণে এখন দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকেট বিক্রি করছে না রেল কর্তৃপক্ষ। টিকিটের যাত্রী ছাড়া কাউকেও উঠতে দিচ্ছে না। ফলে যাত্রীদের পড়তে হচ্ছে বড় দুর্ভোগে।

কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, ধর্মঘট থাকার কারণে ট্রেনে যাত্রীর চাপ বাড়বে এটাই স্বাভাবিক। আমাদের এখানে যাত্রী দ্বিগুণ হয়েছে। তবে টিকিটের বাইরে আমরা কাউকে উঠতে দিচ্ছি না। তবে আমরা বিভিন্ন ট্রেনে ২২টি অতিরিক্ত বগি যোগ করেছি। প্রয়োজনে আরও যোগ করা হবে।

উল্লেখ্য, ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহন মালিকরা শুক্রবার থেকে বাস-ট্রাক চালানো বন্ধ রেখেছে। ভাড়া বাড়ানোর বিষয়ে রোববার বৈঠক ডেকেছে বিআরটিএ, তার আগ পর্যন্ত পরিবহন ধর্মঘট প্রত্যাহার হচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.