Sylhet Today 24 PRINT

পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বিআরটিএ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০২১

জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে এ বৈঠকে ভোক্তা সমিতি, মালিক সমিতি ও যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় গত বুধবার (৩ নভেম্বর) বাংলাদেশে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ১৫ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

এর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় গণপরিবহন ও পণ্য পরিবহন মালিকরা।

ধর্মঘটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

রাজধানীতে বিআরটিসির দ্বিতল বাসগুলো চালু থাকলেও প্রায় দেড়গুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। বাস না চলায় অফিসগামী লোকজনকে বাড়তি ভাড়া দিয়ে রিকশা, সিএনজি কিংবা প্রাইভেট কারে চলাচল করতে হয়েছে। আবার অন্যান্য বাহনে অতিরিক্ত ভাড়া হাঁকানোয় হেঁটেই গন্তব্যে রওয়ানা দিয়েছেন অনেকে।

এছাড়াও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে শাকসবজিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিক্রেতা ও বিশেষজ্ঞরা। সে আশঙ্কা সত্য প্রমাণ করে দুদিন ধরে চড়া যাচ্ছে সবজির দাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.