Sylhet Today 24 PRINT

ইভানার মৃত্যু: মামলার প্রতিবেদন ১৫ ডিসেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০২১

রাজধানীর স্কলাসটিকা স্কুলের কর্মকর্তা ইভানা লায়লা চৌধুরীর (৩২) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৭ নভেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে এদিন শাহবাগ থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক প্রতিবেদন দাখিলের এই তারিখ ঠিক করেন।

গত ২৫ সেপ্টেম্বর রাতে ইভানার মৃত্যুর ঘটনায় তার বাবা আমান উল্লাহ চৌধুরী শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় দুই জনকে আসামি করা হয়। এরা হলেন, মৃত ইভানার স্বামী আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা।

মামলার এজাহারে আমানুল্লাহ চৌধুরী মেয়ের মৃত্যুর জন্য ইভানার স্বামীর অন্য সম্পর্কে জড়িয়ে পড়াকে দায়ী করেছেন। পাশাপাশি আত্মহত্যায় প্ররোচিত করে এমন ওষুধ দেওয়ায় চিকিৎসককে আসামি করা হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগের পরীবাগে শ্বশুরবাড়ি থেকে ইভানার (৩২) লাশ উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.