Sylhet Today 24 PRINT

‘নৌকার বিপক্ষে একটা ভোট গেলে লাশ পড়বে ৫টা’

সিলেটটুডে ডেস্ক: |  ২৭ নভেম্বর, ২০২১

আশরাফুল আলম, ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণায় এক ছাত্রলীগ নেতা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন ‘প্রশাসন কাজ করুক বা না করুক। নৌকায় ভোট না দিলে লাশ পড়বে। একটা ভোট বিপক্ষে গেলে পাঁচটা লাশ পড়বে’। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

হুমকি দেওয়া ওই ছাত্রলীগ নেতা নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম। তাকে খুঁজছে পুলিশ। শুক্রবার রাতে বিষয়টি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মুহাম্মদ শাহীন।

নবীনগর পশ্চিম ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ মিয়া। তার প্রচারণায় গিয়েই ছাত্রলীগ নেতা আশরাফুল এমন মন্তব্য করেন। তার এ বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। সমালোচনা হচ্ছে এলাকাজুড়ে।

এদিকে এলাকায় কোনো মারামরি বা সংঘর্ষ হলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলমকে প্রথম সারিতে দেখা যায় বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয় ফজলু মিয়া বলেন, আমাদের গ্রামে মারামারি হলে আশরাফুলকে সবার আগে দেখা যায়। কাসেম আলী নামে একজন বলেন, আশরাফুল এলাকার চিহ্নিত দাঙ্গাবাজ। তাকে দ্রুত আইনের আওতায় আনা উচিত।

লাশ ফেলার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আশরাফুল আলম বলেন, আমাদের সভা চলাকালে পাশের চিত্রী গ্রামে নৌকার বিপক্ষে ভোট কাটা হবে বলে খবর আসে। আসলে বয়স অল্প তো, আবেগে বলে ফেলেছি।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, তার ব্যাপারে ব্যবস্থা নিতে নবীনগর থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভয়ভীতি দেখিয়ে এবং শক্তি প্রয়োগ করে ভোট নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

খবর: সমকালের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.