Sylhet Today 24 PRINT

ফোর্বসের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০২১

ফোর্বসের ১০০ জন ক্ষমতাধর নারীর বার্ষিক তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই তালিকার ৪৩তম স্থানে রয়েছেন তিনি।

ফোর্বসের ক্ষমতাধর নারীদের ১৮তম বার্ষিক তালিকায় ৪০ জন সিইও, ১৯ জন বিশ্বনেতা রয়েছেন। এছাড়াও এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো একজন ইমিউনোলজিস্ট এক নম্বর হিসেবে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্বের ৩০টি দেশ ও অঞ্চল থেকে এই ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকাটি তৈরি করেছে ফোর্বস। তালিকায় স্থান পাওয়া নারীরা অর্থ, প্রযুক্তি, রাজনীতি, জনকল্যাণ, বিনোদন এবং আরও নানা ক্ষেত্রে কর্মরত রয়েছেন।

মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় এক নম্বরে রয়েছেন মানবসেবী ম্যাককেঞ্জি স্কট, দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন তিনি। চতুর্থ মেয়াদে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮টি আসনে জয়ী হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.