Sylhet Today 24 PRINT

হাতুড়ির ভেতর থেকে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০২১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে চোরাচালানের সময় হাতুড়ির ভেতর থেকে ৩ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে বিমান বন্দরে থাকা কাস্টমস কর্মকর্তারা।

গতকাল রাত ৯টা ১০ মিনিটে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমান বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শারজাহ থেকে আসা হবিগঞ্জের আতাউর রহমান ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার ব্যাগেজ স্ক্যানিং করা হয়। স্ক্যানিংকালে কাটুন জাতীয় ব্যাগের ভেতর ২টি বড় হাতুড়ির মধ্যে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

পরবর্তীতে বিমান বন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ব্যাগেজে থাকা হাতুড়ি কেটে ঘোষণা বহির্ভূত ৪৪টি গোল্ড বার এবং যাত্রীর প্যান্টের ভেতর থেকে স্বর্ণের ৫টি চুরিসহ মোট ৫ কেজি ১৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

আতাউর রহমানের বিরুদ্ধে কাস্টমস আইন ও ফৌজদারি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.