Sylhet Today 24 PRINT

সামাজিক যোগাযোগ মাধ্যম সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে: আইনমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০২১

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারের কারণে এখন সবাই সাংবাদিক হয়ে গেছেন। সবাই সাংবাদিক হয়ে যাওয়ার কারণে প্রকৃত সাংবাদিকরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। যারা পড়ালেখা করে কাজ করে এই পেশায় আছেন তারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কারণে কোণঠাসা অবস্থায়। ফেসবুক ব্যবহারকারীরা ঘরের মধ্যে বসেই সাংবাদিকতা করছেন। এতে প্রকৃত সাংবাদিকরা নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।’

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি আরও বলেন, ‘যারা প্রকৃত সাংবাদিক তারা যেন এই পেশায় নির্বিঘ্নে কাজ করতে পারেন, জনগণের সেবায় আসতে পারেন সেই কারণে তাদের সুরক্ষায় আইন করেছে সরকার। এ কারণে ডিজিটাল নিরাপত্তা আইন হয়েছে। যে আইনে প্রকৃত সাংবাদিকতা করতে গেলে কোনো ধরনের বাধা নেই, বরং সাংবাদিকরা উপকৃত হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকতা করার আগে তা যেন গুজব বা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ক্রাইম রিপোর্টার্স অ‌্যাসোসিয়েশনের সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.