Sylhet Today 24 PRINT

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৯৩.২২%

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের দাখিল পরীক্ষায় পাশের হার ৯৩ দশমিক ২২ শতাংশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পরীক্ষার ফল ফলাফল ঘোষণার পর এ তথ্য জানা যায়।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯২ হাজার ৫৬৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৭২ হাজার ৭২২ জন।

উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৩১৩ জন। জিপিএ-৫ পাওয়ার হার ৪ দশমিক ৮৯ শতাংশ।

গত বছর পাসের হার ছিল ৮২ দশমিক ৫১ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.